Wellcome to National Portal
Main Comtent Skiped

Communication

পীরগাছা বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। রংপুর মহানগরের পূর্বে অবস্থিত পীরগাছা উপজেলা। পীরগাছার উত্তরে কাউনিয়ারাজারহাট উপজেলা, পূর্বে তিস্তা নদী ও রাজারহাট উলিপুর উপজেলা, দক্ষিণে- মিঠাপুকুর উপজেলা - ও সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে রংপুর সদরমিঠাপুকুর উপজেলা। 

এই উপজেলার যোগাযোগব্যবস্থা বেশ ভালো।রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর রংপুর সাতমাথা হয়ে পীরগাছা খুব সহজে আসা যায়, এবং রংপুরের সাথে সড়ক ও রেল যোগাযোগ বিদ্যমান। তাছাড়া উপজেলার সঙ্গে সরাসরি রাজধানী ঢাকার রেল যোগাযোগ অব্যাহত আছে। উপজেলার প্রায় সকল প্রধান সড়কসমূহ পাকা।

পীরগাছা উপজেলায় বেশ কয়েকটি পেট্রল পাম্প আছে।

উপজেলায় তিনটি রেলস্টেশন আছে। যথা:

রংপুর মহানগর থেকে পীরগাছা উপজেলা শহরের দূরত্ব প্রায় ২১ কি.মি.। (এই উপজেলায় কোন পৌরসভা নেই।)

বাংলাদেশে পীরগাছা উপজেলার অবস্থান :

স্থানাঙ্ক: ২৫°৪০′১২.০০০″ উত্তর ৮৯°২৫′১২.০০০″ পূর্ব